কলারোয়ায় ৫০ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম আটক
কামরুল হাসানঃ
কলারোয়ায় এক বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মোহম্মাদ মনিরুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার দুপুরে উপজেলার কেএইচকে ইউনাইটেড (কাজীরহাট) মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পাশ থেকে তাকে আটক করা হয়।
আটক মোহম্মাদ মনিরুল ইসলাম একই উপজেলার কেরালকাতা গ্রামের রমজান আলীর ছেলে।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক এএসপি মাহাবুব-উল-আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়ার কেএইচকে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মোহম্মাদ মনিরুল ইসলামকে ৫০ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়।
Please follow and like us: