কলারোয়ায় সীমান্তে করোনা সতর্কতায় অবৈধ যাতায়াত বন্ধে জরুরি নির্দেশনা
কামরুল হাসান:
অতিমহামারি করোনা সতর্কতায় কলারোয়া উপজেলার সীমান্তবর্তী তিন ইউনিয়নে অবৈধভাবে কেউ ভারত-বাংলাদেশে যাতায়াত না করতে পারে সে লক্ষ্যে কেঁড়াগাছি, সোনাবাড়িয়া ও চন্দনপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান-ইউপি সদস্য, বিজিবি প্রতিনিধি, শিক্ষক, ইমাম, গণমাধ্যম কর্মী ও সুধিজনদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বুধবার সকালের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সীমান্তবর্তী কেঁড়াগাছি, সোনাবাড়িয়া ও চন্দনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে পৃথক পৃথক সময়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে হওয়া ওই জরুরি সভায় বিজিবির পাশাপাশি সকলকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়। একইসাথে অবৈধ মানব পাচারের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ করা হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনায় ওই তিনটি ইউনিয়নে ২জুন বুধবার থেকে নিম্নলিখিত বিধি নিষেধ আরোপ করেন উপজেলার নির্বাহী অফিসার।
বিধিনিষেধ সমূহ:
(১) কেঁড়াগাছি, সোনাবাড়িয়া ও চন্দনপুর ইউনিয়নে সন্ধ্যা ৭টার পর ঔষুধের দোকান বাদে সকল দোকানপাট বন্ধ থাকবে।
(২) বাড়ির বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং
(৩) স্বাস্থ্যবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তির আওতায় আনা হবে।।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, কেঁড়াগাছি ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সোনাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি প্রমুখ।
Please follow and like us: