প্রতাপনগরে প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে বাঁধ ভাঙ্গনে প্লাবিত প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) ইউনিয়ন পরিষদ চত্বরে এ ত্রাণ বিতরণ করা হয়।
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব, অতিবৃষ্টি ও অধিক জোয়ারের ফলে ভেড়ীবাঁধ ভেঙ্গে ইউনিয়নের প্লাবিত মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ সহায়তা হিসাবে নগত অর্থ অসহায়তা প্রদান করা হয়। দুস্থ প্রতিবন্ধী মানুষের মাঝে সহায়তা বিতরণ করেন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রতাপনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন। এসময় ইউপি সচিব খায়রুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল বারিক, ইউপি সদস্য/সদস্যা, রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us: