পারুলিয়ায় করোনা আক্রান্তের বাড়ি লকডাউন
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটার পারুলিয়াতে রাকিবা খাতুন (৩০) নামের এক নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি উপজেলার পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়ীয়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। সম্প্রতি রাকিবা খাতুন তীব্র জ্বর, সর্দি, কাশি নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসেন। চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে পরীক্ষা শেষে রাকিবা খাতুনের করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়। বর্তমানে তিনি নিজ বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন । এদিকে রাকিবা খাতুনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর ২৮ মে শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার এর নির্দেশে আক্রান্তের বাড়িটি পরবর্তী ১০ জুন পর্যন্ত ১৪ দিনের জন্য লকডাউন ঘোষনা করা হয়।
সোমবার দুপুরে পারুলিয়া পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত ওই নারীর বাড়িতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।