দেবহাটায় ঘের থেকে মাছ চোর আটক: মুচলেকায় রেহাই
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটার সখিপুরের মৎস্যঘের থেকে মাছ চুরির সময় মনিরুল ইসলাম (৫৩) নামের এক ব্যক্তিকে হাতে নাতে আটক করেছে স্থানীয়রা। আটককৃত মনিরুল ইসলাম নাজিরের ঘের এলাকার আনছার উদ্দীন মোড়লের ছেলে এবং উত্তর সখিপুর শেখ পাড়া গ্রামের বর্তমান বাসিন্দা।
সোমবার ভোর রাতে সখিপুর ইউনিয়নের অন্তর্গত উত্তর সখিপুর বিলে একটি মৎস্য ঘেরে মাছ চুরি করার সময় স্থানীয়রা তাকে আটক করেন। পরে ইউপি সদস্যকে বিষয়টি জানালে ধৃত মাছ চোর মনিরুলকে গ্রাম পুলিশদের সহায়তায় ইউনিয়ন পরিষদে নেয়া হয়। এসময় সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা স্বীকার করলে ঘের ব্যবসায়ী ও গ্রামবাসীদের মতামতের ভিত্তিতে মুচলেকা নিয়ে এযাত্রায় মাছ চোর মনিরুলকে ছেড়ে দেয়া হয়।
Please follow and like us: