শ্যামনগরের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার
ডেস্ক রিপোর্টঃ
শ্যামনগরের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন ও দুর্গত এলাকায় সাইক্লোন শেল্টারে অবস্থান করা মানুষের সাথে মতবিনিময় করছেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন। শুক্রবার বিকাল ৩টায় পদ্মপুকুরের ঝাপা সাইক্লোন সেল্টারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিনুল ইসলাম, পদ্মপুকুর ইউনিয়ন এর চেয়ারম্যান এড. এসএম আতাউর রহমান, উপজেলা ওসিসি কর্মকর্তা ট্যাগ অফিসার প্রণব বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান প্রমূখ। বিভাগীয় কমিশনার দ্রুত বেড়িবাঁধ নির্মাণের জন্য আশ্বাস প্রদান করেন।
Please follow and like us: