স্বাস্থ্যমন্ত্রীর মা আর নেই
নিউজ ডেস্কঃ
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের মা ফৌজিয়া মালেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর এ এম জেড হাসপাতালে তিনি মারা যান। এর আগে, অবস্থা সংকটাপন্ন হলে তাকে হাসপাতালের লাইফ সাপোর্টে নেয়া হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, তিনি আগে থেকেই বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন। গত কিছুদিন ধরে এজমার সমস্যা বেড়েছিল। তিনি করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছিলেন। কিন্তু পোস্ট কোভিড জটিলতায় ভুগছিলেন তিনি।
মানিকগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ গড়পাড়া হাইস্কুল মাঠে ও মরহুমার পৈতৃক নিবাস সাটুরিয়া উপজেলার হরগজে জানাজা শেষে গড়পাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আবুল বাসার আব্বাসী শোক প্রকাশ করেছেন।