করোনার টিকা নেয়া বিশ্বের প্রথম পুরুষের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক:
করোনাভাইরাসের টিকা নেয়া বিশ্বের প্রথম পুরুষ উইলিয়াম শেকসপিয়ার (৮১) মারা গেছেন। তিনি বিশ্বের প্রথম পুরুষ হিসেবে ফাইজার-বায়োনটেকের টিকা নিয়েছিলেন।
গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের কভেন্ট্রি এলাকায় ইউনিভার্সিটি হসপিটাল কভেন্ট্রিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর বিবিসির
শেকসপিয়ারের বন্ধু কভেন্ট্রির কাউন্সিলর জেনি ইনিস বিষয়টি গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
তিনি জানান, টিকার সঙ্গে সম্পর্কিত নয়, এমন অসুস্থতায় ভুগে মারা যান তিনি। কভেন্ট্রির যে হাসপাতালে টিকা নিয়ে ইতিহাস রচনা করেছিলেন শেকসপিয়ার, সেই হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
উল্লেখ্য, বিশ্বে সর্বপ্রথম করোনার টিকা নিয়েছিলেন ৯১ বছর বয়সী নারী মার্গারেট কিনান। এরপর গত ৮ ডিসেম্বর প্রথম পুরুষ হিসেবে উইলিয়াম শেকসপিয়ার ওয়ারউইকশায়ারে ইউনিভার্সিটি হসপিটাল কভেন্ট্রিতে ফাইজারের টিকা নিয়েছিলেন। তিনি বিশ্বে করোনা ভাইরাসের টিকা নেয়া দ্বিতীয় মানব হলেও পুরুষদের মধ্যে প্রথম।
শেকসপিয়ার ৩০ বছর ধরে কাউন্সিলর ছিলেন। এর মধ্যে ২০ বছর ধরে কাউন্সিলর চেয়ারম্যান ছিলেন। অ্যালিসলে প্রাইমারি স্কুল এবং কনডন কোর্ট স্কুলের গভর্নরও ছিলেন তিনি।