আশাশুনির বেইলী ব্রিজে বাঁশের সাঁকোর ব্যবস্থা
জি এম মুজিবুর রহমান:
নিষেধাজ্ঞা অমান্য করে অতিরিক্ত ইটবোঝাই ট্রাক আশাশুনি বেইলি ব্রীজ পার হতে গিয়ে ব্রীজের পাত ভেঙ্গে ট্রাক নদীর চরে পড়ার পর বাঁশের সাঁকো দিয়ে আপাতত পথচারী পারাপারের ব্যবস্থা করা হয়েছে।
মরিচ্চাপ বেউলী ব্রীজ দীর্ঘদিন খুবই নাজুক ছিল। সড়ক ও জনপথ বিভাগ মাঝে মধ্যে পট্টিদিয়ে ব্রীজ চালু রাখার কসরত করে এসেছে। ব্রীজটি এতটা দুর্বল হয়ে পড়েছে যে, সর্বোচ্চ ১০ টনের অধিক মালামাল নিয়ে ব্রীজে উঠা নিষেধাজ্ঞা জারী করে কর্তৃপক্ষ নোটিশ টানিয়ে দেয়। কিন্তু যশোর-ট-১১-১৭৬৫ নং ট্রাক শ্রীকলস এমএমবি ইটভাটা থেকে ১৮ টন ওজনের ইট নিয়ে ব্রীজে উঠলে ব্রীজটি ভেঙ্গে যায়। ফলে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। সড়ক ও জনপথ বিভাগ আপাতত পথচারীদের পায়ে হেটে ব্রীজ পারাপারের জন্য বাঁশের চটা দিয়ে পাটাতন (সাঁকো) তৈরি করে দিয়েছে। ফলে পায়ে হেটে ব্রীজ পারাপারের ব্যবস্থা হয়েছে। তবে যানবাহনকে ১০/১২ কিঃমিঃ পথ ঘুরে শোভনালী ব্রীজ এবং মানিকখালী-তেতুলিয়া-গুনাকরকাটি ব্রীজ দিয়ে যাতয়াত করতে হচ্ছে।