দুর্যোগ মোকাবেলায় আইওএম সাতক্ষীরার স্বেচ্ছাসেবক কমিটি গঠন, শিমুল আহবায়ক
স্টাফ রিপোর্টারঃ
আইওএম (রিম্যাপ)সাতক্ষীরা’র উদ্যোগে দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে। রবিবার(২৪ মে-২১) সন্ধ্যায় সংস্থাটির কার্যালয়ে আইওএম রিম্যাপ সাতক্ষীরার কো-অডিনেটর মোঃ ইশারাত আলীর সভাপতিত্বে ও টিম লিডার (ওয়ান) এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় ঘুর্ণিঝড় “জশ” মোকাবেলায় প্রস্তুতি সভা ও স্বেচ্ছাসেবক কমিটি গঠনে উপস্থিত ছিলেন আইওএম (রিম্যাপ) সাতক্ষীরার টিম লিডার ও এনুমেটরগন।
এসময় কো -অডিনেটর মহোদয়ের নির্দেশক্রমে উপস্থিত সকলের সম্মতিক্রমে টিম লিডার ওয়ান এম হাফিজুর রহমান শিমুলকে আহবায়ক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যবৃন্দ হলেন টিম লিডার রানুকা রানী মন্ডল, টিম লিডার ওসমান ফারুক, টিম লিডার গোপাল কুমার মন্ডল, এনুমেটর জাহিদ হাসান, ওমর ফারুক শুভ, মুজাহিদ হোসেন, রাজিব মন্ডল, জহুরুল ইসলাম, আমিনুর রহমান, জাকির হোসেন, শরিফুল ইসলাম, রওনাকুল ইসলাম, শামিম আলম, দীপঙ্কর সরকার, মশিউর রহমান সোহাগ, রায়হানুল ইসলাম, আবু ইয়াছিন, মাছুম বিল্লাহ, মরিয়ম ময়না।
Please follow and like us: