অর্ধেক আসন খালি রাখা সাপেক্ষে চালু হচ্ছে আন্তঃজেলা গণপরিবহন
নিউজ ডেস্ক:
আন্তঃজেলা সব ধরনের গণপরিবহন অর্ধেক আসন খালি রাখা সাপেক্ষে চলাচলের অনুমতি দেয়া হয়েছে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষতির এক আদেশে এ তথ্য জানানো হয়।
এতে আরো বলা হয়েছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত আরেক দফা বাড়ানো হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে সারাদেশে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে দেশে ‘কঠোর লকডাউন’ চলছে। চার দফা লকডাউনের মেয়াদ আজ ২৩ মে মধ্যরাত পর্যন্ত থাকবে।
রোববারে মন্ত্রিপরিষদের এ সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ দফা লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হয়েছে। এতে আগের সব বিধিনিষেধ বহাল রাখার কথাও বলা হয়েছে।
Please follow and like us: