মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গেল বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক :
মাথাপিছু আয়ে প্রতিবেশী দেশ ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ২২৭ ডলার মাথাপিছু আয় নিয়ে মূল অর্থনৈতিক সূচকে প্রতিবেশী দেশটিকে পেছনে ফেলল বাংলাদেশ।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ২০২০-২১ অর্থবছরে ভারতের মাথাপিছু আয় ১ হাজার ৯৪৭ মার্কিন ডলার। আর চলতি অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলারে দাঁড়িয়েছে। অর্থ্যাৎ ভারতের চেয়ে বাংলাদেশের মাথাপিছু আয় ২৮০ ডলার বেশি। অথচ ২০০৭ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ভারতের অর্ধেক।
প্রতিবেদেনে দাবি করা হয়, করোনাভাইরাস ও লকডাউনের কারণে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছে।
এর আগে ২০২০ সালের অক্টোবরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এক পূর্বাভাসে জানায়, একজন বাংলাদেশি নাগরিকের গড় মাথাপিছু আয় একজন ভারতীয় নাগরিকের গড় মাথাপিছু আয়ের চেয়ে বেশি হবে।
গত ১৭ মে মন্ত্রিপরিষদের বৈঠককালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, বাংলাদেশের মাথাপিছু আয় ২ হাজার ৬৪ ডলার থেকে বেড়ে ২ হাজার ২২৭ ডলারে দাঁড়িয়েছে, যা প্রায় ১ লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকার সমতুল্য।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৭ ডলারে, যা আগের বছরের তুলনায় বৃদ্ধির হার ৯ শতাংশ।
তিনি আরো জানান, প্রতি এক মার্কিন ডলারের বিপরীতে ৮৪.৮১ টাকা ধরে মাথাপিছু আয় ১ লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা গণনা করা হয়েছে।
এছাড়া প্রাথমিক তথ্যানুযায়ী, বাংলাদেশের জিডিপি ২৭ লাখ ৯৬ হাজার ৩৫৪ কোটি টাকা থেকে বেড়ে ৩০ লাখ ৮৭ হাজার ৩০০ কোটি টাকায় দাঁড়িয়েছে।