কেশবপুরে ঈদ পরবর্তী আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে এমপি শাহীন চাকলাদারের শুভেচ্ছা বিনিময়
এস আর সাঈদ, কেশবপুর :
যশোর- ৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহার স ালনায় বৃহস্পতিবার বিকালে কেশবপুর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে উক্ত শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন দফাদার, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী মিনুরাণী হালদার প্রমুখ।