কেশবপুরে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত
এস আর সাঈদ, কেশবপুর:
যশোরের কেশবপুরে পরিত্রাণ প্রশিক্ষণ কেন্দ্রে দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা) অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় পরিত্রাণ ওয়াই মুভস্ প্রকল্পের আওতায় যৌন ও প্রজনন স্বাস্থ্য কর্মসুচির উপর ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ ২০ মে সম্পন্ন হয়েছে। । ৩ দিনের প্রশিক্ষণে শিক্ষকবৃন্দ স্বাস্থ্য সুরক্ষা ও পরিষ্কার পরিচচ্ছন্নতা, নিরাপদ খাবার, পানি ও স্যানিটেশন, খাদ্য ও পুষ্টি, ধুমপান ও মাদকাসক্ত, বয়োসন্ধিকাল, মাসিক ব্যবস্থাপনা ও স্বপ্নদোষ, কৈশোরকালীন পরিস্কার পরিচ্ছন্নতা, কৈশোরবান্ধব স্বাস্থ্য সেবাকেন্দ্রের সেবাসমুহ, বাল্য বিবাহ, মেয়েদের উক্ততার থেকে নিজেকে সুরক্ষিত করা, সুষম খাদ্য, পরিবার পরিকল্পনা ইত্যাদি সম্পর্কে প্রশিক্ষণে ধারনা দেওয়া হয়। তিন দিন ব্যাপি প্রশিক্ষণে ১ম দিনে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা যশোর এর উপ-পরিচালক শবনম মমতাজ রোজী, পরিত্রাণ এর নির্বাহী পরিচালক মিলন দাস শিক্ষকদের উদ্দেশ্যে প্রশিক্ষণের লক্ষ্য উদ্দ্শ্যে বর্ননা করেন এবং পরিত্রাণ এর বিভিন্ন কর্মসুচিতে শিক্ষকদের যুক্ত থাকার জন্য আহবান জানান।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বিশ^াস এবং ডা. মোছা, সাদিয়া রায়হান, মেডিকেল অফিসার, মা, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেশবপুর যশোর সার্বক্ষনিক সময়ে শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্ত্র দেন। প্রশিক্ষণে কেশবপুর সরকারী পাইলট উচ্চ্ বিদ্যালয় এর সহকারী শিক্ষক রমেশ চন্দ্র দাস,সহকারী শিক্ষক দিলরুবা সুলতানা, কেশবপুর মধুশিক্ষা মাধ্যমিক নিকেতন এর সহকারী শিক্ষক বিশ^জিত সরকার, সহকারী শিক্ষক আব্দুুল আহাদ, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক প্রবীর কুমার দত্ত্, সহকারী শিক্ষক দূর্গা মন্ডল, বায়সা শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক হাতেম আলী, সহকারী শিক্ষক রেবেকা খাতুন, মুলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক মাধবী রানী পাল এবং সহকারী শিক্ষক অভিজিত মন্ডল অংশগ্রহন করেন। প্রশিক্ষণে পরিত্রাণ ওয়াই মুভস্ প্রকল্পের প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস ও ছিলেন।