সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
আসাদুজ্জামান:
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে মুক্তি ও সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় শহরের নিউমার্কেট মোড়ে বাংলাদেশ প্রেসক্লাব সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে উক্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আরিফুজ্জামান আপনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান প্রমুখ।
বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নি:শর্ত মুক্তির দাবি জানান এবং দুর্নীতিবাজ জেবুন্নেসাকে বরখস্তসহ তার সাথে যারা এ ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।