ইসরায়েলের ছয় বিমানঘাঁটিতে হামাসের ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক :
ইসরায়েলের ছয়টি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলার জবাবে এসব বিমানঘাঁটিতে লক্ষ্য করা হয়েছে বলে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে কাসসাম ব্রিগেড। বুধবার এ খবর প্রকাশ করে পার্সটুডে।
বিবৃতিতে জানানো হয়, তারা ইসরায়েলের হাতসুর, হাতসারিম, নিফাতিম, তেল নুফ, বিলমাখিম ও র্যামন ঘাঁটিতে এসব হামলা চালিয়েছে। তবে এসব হামলায় হতাহত বা কি পরিমাণ ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
এদিকে, টানা দশম দিনের মতো বুধবারও গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিনও ফিলিস্তিনিদের বেশ কয়েকটি ভবন পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে দখলদাররা। এছাড়া তিনটি মসজিদ পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়।
ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ৪০টি মসজিদ। বিমান ও ট্যাংক নিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ২১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬৩ শিশু রয়েছে।