সাংবাদিক রোজিনা’র নিঃশর্ত মুক্তির দাবীতে আশাশুনি প্রেসক্লাবে মানববন্ধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে পরিকল্পিত ভাবে আটক রেখে নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদ এবং তার নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবিতে আশাশুনি প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। বুধবার (১৯ মে) দুপুর ১২ টায় প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে ক্লাবের সভাপতি জি এম আল ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীর রায়ের উপস্থাপনায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবীব, সহ-সভাপতি আলী নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, সিনিয়র সাংবাদিক সচ্চিদানন্দ দে সদয়, সোহরাব হোসেন, এম এম নূর আলম, ফয়জুল কবির, শেখ আরাফাত প্রমূখ। বক্তারা বলেন, দুনীতিবাজ উপসচিব জেবুন্নেছা বেগম নিজেদের অপরাধ ও দুর্নীতি ঢাকার অপচেষ্টা হিসাবে সাংবাদিক রোজিনা ইসলামের গলা টিপাসহ লাি ত করেছেন। তার এহেন ধ্রীষ্টতা জাতির বিবেককে গলা টিপে হত্যা করার চেষ্টার সামিল। আমরা জেবুন্নেছাসহ অপরাধের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও রোজিনার নিঃশর্ত মুক্তির দাবি করছি। মানববন্ধন চলাকালে সাংবাদিকদের দাবির সাথে একাত্মতা পোষণ করে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কার্যক্রমে অংশ নেন।