সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনে দূর্নীতি চরমে: অভিযোগ জেলেদের
সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনে দূর্নীতি চরমে, অতিষ্ঠ উঠেছে জেলেরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক জেলেরা অভিযোগ তুলে বলেন যে, সুন্দরবনে প্রবেশ করতে স্টেশন থেকে মধুর পাশপার্মিট নিতে গেলে আলাদা ভাবে স্টেশন কর্মকর্তাকে পাশ প্রতি দিতে হয় ৪শ টাকা এবং সাথে নৌকা প্রতি ৬ কেজি মধুও।
সরকারী রেভিনিউ এর টাকা ছাড়াও অতিরিক্ত ৪শ টাকা ও মধু না দিলে স্টেশন কর্মকর্তা পাশপার্মিট না দিয়ে বিভিন্ন অজুহাতে তাদের পাশপার্মিট দেন না। কোবাদক স্টেশনটি সাতক্ষীরা রেঞ্জের মধ্যে হলেও খুলনা জেলার অর্ন্তগত বেতকাশি ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামে অবস্থিত। স্টেশনে পরপর দুইটি নদী পার হয়ে যেতে হয়। যার ফলে সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তাদের নজরের বাইরে। এরই কারণে দেদারছে স্টেশন কর্মকর্তা নাসির উদ্দীন জেলেদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন অতিরিক্ত টাকা ও মধু।
সদ্য সুন্দরবন থেকে ফিরে মধু নিয়ে অফিসে হাজির (ছদ্মনাম) আশুতোষ কুমার কাঁপা কন্ঠে ভীতসন্ত্রস্তে প্রতিবেদককে ১৭ মে ২০২১ তারিখে বলেন, গত ৩ মে ২০২১ তারিখ সুন্দবনে প্রবেশ করি ৷১৪ দিন পর লোকালয়ে ফিরলাম যাওয়ার পথে মধুটা দিতে আসলাম। না হলে পরে সুন্দরবনে যেতে পারবো না। মধু যা পাই না কেন স্টেশন কর্মকর্তাকে দিতেই হবে। তবে আমার নাম বলবেন না। আমার সংসার এই সুন্দরবনের উপরে নির্ভর।
সুন্দরবন থেকে মধু সংগ্রহকালীন সময় জানতে চাইলে বলেন, ১ এপ্রিল ২০২১ তারিখ থেকে মধু সংগ্রহ করা শুরু হয়েছে এবং শেষ হবে ১৫ জুন ২০২১ তারিখে ৷
এ বিষয় নিয়ে স্টেশন কর্মকর্তা নাসির উদ্দীন মোবাইলে বলেন, একশ্রেণির কিছু কুচক্রী মহল আপনাদের সাথে মিথ্যা বলেছে ৷ সরকারি রেভিনিউ ছাড়া অন্যকোন আর্থিক লেনদেন করি না ৷ আপনাকে ভুল বুঝিয়েছেন ৷ তবে সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার নিকট একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে, যোগাযোগ করা সম্ভব হয়নি ৷