ভারতে হু হু করে বাড়ছে মৃত্যু ও আক্রান্ত : করোনার নতুন রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক :
প্রাণঘাতী করোনায় প্রথমবারের মতো ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা চার হাজার অতিক্রম করল। মহামারিতে চরম বিপর্যয়ে থাকা দেশটি প্রতিদিন গড়ছে এমন অপ্রতিকর রেকর্ড।
শনিবার ভোরে আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডো মিটারের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ১ হাজার ২৭১ জন। এ সময়ে মৃত্যু হয়েছে আরো ৪ হাজার ১শ ৯৪ জনের।
দেশটির গবেষকরা বলছেন, গেল দু’সপ্তাহের পর্যবেক্ষণ অনুসারে ভাইরাসটি সবচেয়ে ৪১ শতাংশ পর্যন্ত সক্রিয় পর্যটন নগরী গোয়ায়। সেখানে দ্রুত বিস্তার লাভ করছে করোনা। এরপরই রয়েছে নয়াদিল্লি। রাজধানীতে ২১ শতাংশ পর্যন্ত সক্রিয় ভাইরাসটি।
মহামারি এ ভাইরাসটিতে এশিয়ার মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা ভারতের। দেশটিতে করোনা রোগী শনাক্ত হয়েছে ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৬১১ জন। মারা গেছেন ২ লাখ ৩৮ হাজার ২৬৫ জন।
ভারতে প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর রেকর্ডের ফলে প্রচণ্ড অক্সিজেন সংকটে মৃত্যু হয়েছে বহু মানুষের। মর্গ ও শ্মশানে ভিড় পড়ে গেছে। শ্মশানে জায়গার সংকুলান না হওয়ায় দিল্লিসহ কয়েক রাজ্যে গণচিতা তৈরি করা হয়েছে। খোঁড়া হচ্ছে গণকবর এবং মরদেহ পোড়াতে বানানো হয়েছে অস্থায়ী শ্মশান। জাত-ধর্ম ভুলে মৃতদেহ সৎকারে সহযোগিতা করছে মুসলিমরাও।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এ মাসে ভারতে করোনাভাইরাস পরিস্থিতি আরো ভয়ংকর রূপ নেবে। এ সময়ে একদিনে মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যেতে পারে। সংক্রমণও হবে রেকর্ড পরিমাণ।