শ্যামনগরের বিরোধপূর্ণ জমি নিয়ে আপন ভাই ও বোনের মধ্যে সংঘর্ষে দু’পক্ষের দশজন আহত
শ্যামনগর প্রতিনিধিঃ
বিরোধপূর্ণ জমি নিয়ে আপন ভাই ও বোনের মধ্যে সংঘর্ষে দু’পক্ষের দশজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটার দিকে ঘটনাটি ঘটে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের নিদয়া-নৈকাটি গ্রামে। আহতদের মধ্যে সাতজনকে বৃহস্পতিবার দুপুরের দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় দু’পক্ষ পরস্পরের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতির কথা জানিয়েছে।
জানা গেছে, পৈত্রিকভাবে প্রাপ্ত নিদয়া-নৈকাটি মৌজার একটি জমি নিয়ে সফিকুল ইসলাম ও ফাতেমা বেগম নামের আপন দুই ভাই-বোনের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে ফতেমা খাতুন লোকজন নিয়ে বিরোধীয় জমিতে কাজ করতে গেলে তার ভাই সফিকুল ইসলাম লোকজন নিয়ে তাতে বাঁধা দেয়। বাদানুবাদের এক পর্যায়ে দু’পক্ষ লাঠিশোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের দশ জন আহত হয়।
মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত ফতেমা বেগম (৪২), তার ছেলে আবু বক্কার (২২)সহ প্রতিপক্ষের সফিকুল গাজী (৫৩), সফিকুল ইসলাম (৪৭), নুরজাহান (৩৫), তার ছেলে নুর জামাল (১৭) ও খোকন গাজী(৪৩) শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সফিকুল ইসলামের ছেলে সাহাবুদ্দীন জানায়, ফুফু লোকজন নিয়ে বৃহস্পতিবার সকালে বিরোধীয় জমিতে কাজ করতে গেলে তার পিতা বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ফুফুর লোকজন তাদের উপর হামলা করে। আইনের আশ্রয় নিতে তারা মামলা করবেন বলেও জানায় সাহাবুদ্দীন।
প্রতিপক্ষের আনোয়ার হোসেন জানায় তাদের ভোগদখলীয় নিস্কন্টক জমিতে তার ভাই ভাবী কাজ করার সময় সফিকুল ইসলাম লোকজন নিয়ে তাদেরকে মারধর করে আহত করে। মামলা থেকে রেহাই পাওয়ার কৌশল হিসেবে তারা আহত হওয়ার নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা জানান, সংঘর্ষের বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।