তালায় জোরর্পূবক মসজদি কমিটি গঠন কে কেন্দ্র করে হাতাহাতি ঘটনা ঘটেছে
জহর হাসান সাগরঃ
সাতক্ষীরা জেলার তালা উপজেলার ৬ নং তালা ইউনিয়নের ১ নং ওয়ার্ড আটারই গ্রামের শেখ ও মোড়ল পাড়া রহমানিয়া জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে২০১৪ সালের ৫- ই জানুয়ারি নির্বাচনের পরবর্তী ব্যাপক সহিংসতা ও ত্রাস সৃষ্টিকারীদের সেই জ্বালাও-পোড়া বাহিনী। এবারের টার্গেট আওয়ামী লীগের অস্তিত্ব মুছে দেওয়া। মসজিতের এক মুসল্লি মিজানুর রহমান জানান যে বর্তমান কমেটির মেয়াদ বৈধ ভাবে এখনো ২০২৩ সাল পর্যন্ত বহাল থাকার কথা থাকলেও, বিতর্কিত কিছু লোক যারা দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া বিচ্ছিন্ন কিছু সহিংসতা কে পুঁজি করে মসজিদের কমেটি গঠনের মত সাধারণ বিষয়কে স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে নিয়েছে। যার ফল স্বরুপ মসজিদে নামাজের নামে চিল্লা-পাল্লা, ও হাতা হাতির মত ঘটনা ঘটতে দেখা যায়। একই সাথে মসজিদ কমেটিতে আওয়ামী লীগের অস্তিত্ব মুছে শুধুমাত্র জামায়াত-বিএনপির মসজিদ হবে বলে ঘোষণাও দেয়।
এ প্রসঙ্গে মসজিদের বর্তমান সভাপতি আব্দুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন মসজিদটি করিম বক্স মোড়লের উত্তরসুরী মনির রহমানের অনুদানে নির্মত। মসজিদ নির্মানের শুরুতে যারা বিরোধিতা করেছিলো, গন সাক্ষরের মাধ্যমে মসজিদ নির্মান স্থগিত ছেয়েছিল, এদের অনেকেই বলেছিলো আবার আওয়ামীলীগের হাত ধরে মসজিদ হলে সে মসজিদে নামাজ হবেনা। অনেকে আবার মসজিদ ত্যাগ করে। সে তারাই বর্তমান কমিটির বিরোধিতা করছে। ঘটনা প্রসঙ্গে মসজিদের ইমাম মোঃ সিরাজুল ইসলাম বলেন। মসজিদের নিয়মিত মুসল্লিদের মাধ্যমে কিমিটি গঠনের কথা থাকলেও অনিয়মিত রায় সমস্যা হয়ে দাঁড়িয়েছে । একইসঙ্গে বর্তমান কমিটির সভাপতি কে হুমকি প্রদান করেন ।
Please follow and like us: