ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ: মৃত্যু ২ লাখ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক :
করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত। এরই মধ্যে দেশটিতে এ মহামারিতে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে।
আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে বুধবার সকালে জানা গেছে, দেশটিতে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৬৩৭ জন। মারা গেছেন ২ লাখ ১ হাজার ১৬৫ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে মারা গেছেন তিন হাজার ২৮৫ জন। দেশটির গণমাধ্যম এ সংখ্যা আরো অনেক বেশি বলে দাবি করছে। আর গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক তিন লাখ ৬২ হাজার ৯০২ জন আক্রান্ত হয়েছেন।
সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী দিল্লির হাসপাতালগুলোতে। এখানে নেই পর্যাপ্ত আইসিইউ— এমনকি কোনো বেডও খালি পাওয়া যাচ্ছে না।
অক্সিজেনের অভাবে চোখের সামনেই ছটফট করতে করতে মারা যাচ্ছেন প্রিয়জন। দিল্লি শহরে দেহ সৎকারের প্রয়োজনীয় জায়গাও নেই। চিতা জ্বালাতে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত দাহকাঠ, অন্ত্যেষ্টির লোকজনেরও অভাব! সব মিলিয়ে করোনায় দিল্লি যেন মৃত্যুপুরী।
দিল্লিতে মারা যাওয়া কোভিড রাগীদের চিতা জ্বালাতে বেশ কিছু অস্থায়ী শ্মশান তৈরি করা হয়েছে। কিন্তু চিতা জ্বালানোর জন্য প্রয়োজনীয় দাহকাঠ এবং জনবলের প্রবল সংকট দেখা দিয়েছে।
ভারতীয় গণমাধ্যম জিনিউজ জানায়, সেই কবে সিপাহি বিদ্রোহের পর উর্দু ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি মির্জা আসাদুল্লা খান গালিব তার দিনলিপিতে দিল্লি নগরীকে ‘মৃত্যুর শহর’ বলে উল্লেখ করেছিলেন। এখন দিল্লি সেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।