পরিবেশ বাঁচাতে হলে বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই
নিজস্ব প্রতিনিধি:
তালা সদর ইউনিয়নকে বর্জ্য মুক্ত ও পরিবেশ বান্ধব করে গড়ে তুলতে আমরা বন্ধু ফাউন্ডেশন আয়োজিত ওয়েবিনারে বক্তারা বলেছেন, ‘পরিবেশ বাঁচাতে হলে বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই’।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় আমরা বন্ধু ফাউন্ডেশনের তালা উপজেলা টিম আয়োজিত এই ওয়েবিনারে আমরা বন্ধু ফাউন্ডেশনের সমন্বয়ক এস এম নাহিদ হাসানের সভাপতিত্বে ও তালা উপজেলা টিমের সমন্বয়ক সরদার ওয়াসিফ আহমেদ জিসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন।
আলোচনায় অংশ নেন তালা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মীর কল্লোল, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুল ইসলাম, আমরাবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সদস্য ও পরিবেশ কর্মী গাজী আসাদ, আমরাবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সদস্য ও ক্লাইমেট এক্টিভিস্ট শাহিন বিল্লাহ, আমরাবন্ধু রাজধানী টিমের সমন্বয়ক মাইনুল ইসলাম, পাঠকফোরামের সাধারণ সম্পাদক মুজাহিদ ইসলাম ইমন, আমরাবন্ধু তালা উপজেলা টিমের সদস্য আব্দুল্লাহ আল জুবায়ের প্রান্ত, সদস্য সানজিদা তাসনিম হুমা, অর্ঘ রূপ, শম্পা, দীপান্বিতা অনন্যা প্রমূখ।
বক্তারা বলেন, যেখানে সেখানে বর্জ্য না ফেলে নির্দিষ্ট একটি জায়গা নির্ধারণ করে সেখানে বর্জ্য ফেলতে হবে। বর্জ্য পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠেছে। দ্রুততম সময়ের মধ্যে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা না গেলে গ্রাম থেকে শহর সব স্থানে পরিস্থিতির অবনতি হবে।
বক্তারা আরও বলেন, প্লাস্টিক, ড্রিংকিং ওয়াটার বা অনটাইম প্লাস্টিক ব্যবহারে সকলকে অনুৎসাহিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের পিছনে প্লাস্টিকের নেতিবাচক প্রভাব খুব বেশি। পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে পরিবেশ বাঁচাতে হবে।