আশাশুনিতে চিংড়ীতে অপদ্রব্য পুশের অপরাধে জরিমানা ও মাছ বিনষ্ট
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ২ জনকে জরিমানা ও জব্দকৃত মাছ বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) উপজেলার আনুলিয়ায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলার আনুলিয়া মৎস্য সেটে মোবাইল কোর্ট পরিচালনাকালে দু’জন ব্যবসায়ীর কাছ থেকে অপদ্রব্য পুশকৃত চিংড়ী মাছ জব্দ করা হয়। ব্যবসায়ীর নাম আজহারুল ইসলাম। তিনি কাকবাসিয়া গ্রামের আঃ ছাত্তারের পুত্র। তার কাছ থেকে ৪০ কেজি অপদ্রব্য পুশ করা মাছ জব্দ করা হয়। অপর ব্যবসায়ীর নাম আরমগীর হোসেন। তিনি মির্জাপুর গ্রামের রজব আলির পুত্র। তার কাছ থেকে অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ী জব্দ করা হয়। বিজ্ঞ আদালতে আজহারুলকে ৩৫ হাজার টাকা ও আলমগীরকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছ চেউটিয়া নদীতে ফেলে দিয়ে বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসেইন খাঁন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান, এসআই মামুন সহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।