ভারতের করোনা পরিস্থিতি মোকাবেলায় সাড়ে ৪২ লাখ টাকা অনুদান দিলেন কামিন্স
স্পোর্টস ডেস্ক:
করোনার প্রকোপে টালমাটাল গোটা ভারত। দেশজুড়ে এখন লাশের সারি। স্বজনহারাদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে বাতাস। করোনা পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার- সবাই। দেশটির এমন কঠিন পরিস্থিতিতে এগিয়ে এসেছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন কামিন্স। জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলা চালিয়ে গেলেও বলয়ের বাইরের করোনা পরিস্থিতি তাকে বিষণ্ণ করে তুলেছে। এমতাবস্থায় দেশটির করোনা পরিস্থিতি মোকাবেলায় গঠিত ফান্ডে ৫০ হাজার ডলার বা প্রায় সাড়ে ৪২ লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি।
এক টুইট বার্তায় বিষয়টি নিজেই জানিয়েছেন কামিন্স। সতীর্থদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এ বিষয়ে কামিন্স লিখেছেন, খেলোয়াড় হিসেবে আইপিএলের মত প্ল্যাটফর্ম পেয়ে আমরা গর্বিত। এই প্রতিযোগিতা আমাদেরকে লাখ লাখ সমর্থকের কাছে পৌঁছে দিচ্ছে। সেই ভাবনা থেকে আমি ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কিছু অনুদান দিচ্ছি।
তিনি আরো লিখেন, আশা করি হাসপাতালগুলোর অক্সিজেনের ঘাটতি দূর করতে এতা কিছুতা সাহায্য করবে। আমি আইপিএলের অন্যান্য খেলোয়াড়সহ সবাইকেই আহ্বান জানাই, আসুন আমরা এগিয়ে আসি। আমি ৫০ হাজার ডলার অনুদান দিয়ে শুরু করলাম।
এদিকে করোনার মাঝে আইপিএল চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন কামিন্স। তিনি এ বিষয়ে বলেন, ভারত এমন একটি দেশ যেখানে বারবার আসতে ভালো লাগে। এখানকার মানুষ আমার দেখা অন্যতম আন্তরিক ও অতিথিপরায়ণ। অনেক মানুষ করোনা মহামারীতে ভুগছেন জেনে আমি আহত। এই পরিস্থিতিতে আইপিএল চালিয়ে যাওয়ার বিষয়ে আমি বলতে চাই, কঠিন এই সময়ে আইপিএল হতে পারে কিছু সময়ের বিনোদন।