মামুনুলের চ্যাটিং লিস্টে দেশি-বিদেশির কোটি কোটি টাকা
নিউজ ডেস্ক:
হেফাজত নেতা মামুনুল হককে গত ১৮ এপ্রিল গ্রেফতার করা হলেও সে সময় তার মোবাইল উদ্ধার করা যায়নি। পুলিশ শুরু থেকেই বলছিল, মামুনুলের ফোনের ভেতরে অনেক ক্লু লুকিয়ে রয়েছে। অবশেষে মোহাম্মদপুরের মাদসার একটি কক্ষ থেকে লুকিয়ে রাখা মোবাইলটি উদ্ধার করা হয়েছে।
ফরেনসিক পরীক্ষার জন্য মুটোফোনটি পাঠানো হয়েছে। এরই মধ্যে তার মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের চ্যাটিং লিস্ট থেকে দেশি-বিদেশি বিভিন্ন সূত্র থেকে তার কাছে লাখ লাখ টাকা আসার তথ্য মিলেছে।
পুলিশের দাবি, মামুনুল হকের ব্যাংক হিসাবে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। ভারতের বাবরি মসজিদ, কওমি মাদরাসার ছাত্রদের শিক্ষা ও হেফাজতে ইসলামের নাম করে মামুনুল মধ্যপ্রাচ্য থেকে কোটি কোটি টাকা এনেছেন। সেসব টাকা বিভিন্ন উগ্রবাদী নাশকতামূলক কাজে ব্যয় করা হচ্ছে।
Please follow and like us: