পশ্চিমবঙ্গে শুরু হয়েছে সপ্তম দফার ভোটগ্রহণ
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয় বলে জানিয়েছে ভারত ও পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো।
এই দফায় পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ কলকাতার মোট ৩৬ টি কেন্দ্রে ভোট গ্রহণের কথা থাকলেও মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে তৃণমূল প্রার্থীর মৃত্যু হওয়ায় রোববার এ দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
বাকি ৩৪ টি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। এর মধ্যে শুধু বুথের নিরাপত্তায় ৬৫৩ কোম্পানি। পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন সূত্র এই তথ্য জানিয়েছে।
এই ৩৪ টি আসনের মোট ৮১ লাখ ভোটার সোমবার ভোট দেবেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটারদের করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ আজ শুরু হচ্ছে। আমি সব ভোটারকে যথাযথভাবে করোনা স্বাস্থ্যবিধি মেনে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
এদিকে, বিধানসভার ভোট কে কেন্দ্র করে গত রোববার দুপুরে কলকাতার বেলেঘাটা এলাকায় সংঘর্ষ হয়েছে বিজেপি ও তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলোর সূত্রে জানা গেছে, বেলেঘাটার মথুরবাবু লেন এলাকায় একটি পথসভার আয়োজন করেছিল বিজেপি। সেখানে হামলা চালায় তৃণমূল কর্মী-সমর্থকরা। এই সংঘাতে দু’দলের অন্তত ১৪ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে জানিয়েছে বেলেঘাটা পুলিশ।
রোববার যে ৩৪ টি আসনে ভোট হচ্ছে, ২০১৬ সালে সর্বশেষ বিধানসভা নির্বাচনে এই আসনগুলোর একটিতেও জয়ী হতে পারেনি বিজেপি। সেবার এই আসনগুলোতে শতকরা হিসেবে বিজেপির ভোটের হারও ছিল কম, মাত্র ১৩ দশমিক এক শতাংশ।
অবশ্য গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সেই হিসেব উল্টে গিয়েছিল, ওই নির্বাচনে আসনগুলোতে বিজেপির ভোটের শতকরা হার ছিল ৩৭ শতাংশের বেশি। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির আশা, এবারের বিধানসভা নির্বাচনেও ভালো ফল করবে দল।
চলতিবছর ফেব্রুয়ারিতে ভারতের চার রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন। সেখানে পশ্চিমবঙ্গে আট দফায়, আসামে তিন দফায় এবং কেরালা, তামিলনাড়ু ও পদুচেরিতে এক দফায় ভোট গ্রহণ করা হবে বলে ঘোষণা করা হয়।
সোমবার পশ্চিমবঙ্গের ৭ম দফা ভোটগ্রহণ শেষ হলো। আগামী বৃহস্পতিবার হবে অষ্টম ও শেষ দফার ভোটগ্রহণ।