সাতক্ষীরা পৌরসভা কৃর্তপক্ষের সাথে তামাক বিরোধী মতবিনিময় সভা
শহর প্রতিনিধি:
তামাক কোম্পানির বিজ্ঞাপন ও প্রচারণা রোধে সাতক্ষীরা পৌরসভা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় সাতক্ষীরা পৌরসভার মেয়র ও কর্মকর্তাদের সাথে এ তামাক বিরোধী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক সাগুপ্তা সুলতানা। দি ইউনিয়ন এর আর্থিক সহযোগীতায় ও এইড ফাউন্ডেশন প্রকল্পের আওতায় বাংলাদেশ তামাক বিরোধী জোটের সাতক্ষীরার সংগঠন ‘মৌমাছি’ ও ‘সাতক্ষীরা সদর পৌরসভা’র সহযোগীতায় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ্ব মো. তাজকিন আহমেদ চিশতি। সভায় প্রেজেন্টেশনের মাধ্যমে সাতক্ষীরায় তামাক নিয়ন্ত্রণে বাস্তবায়িত কর্মকান্ড তুলে ধরা হয়।
যেখানে দেখা যায়, ‘তামাকের অবৈধ বিজ্ঞাপন প্রচার করছে সাতক্ষীরা সদর পৌরসভার ২২১ টি দোকান এবং শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে ১৬ শতাংশ বিজ্ঞাপন প্রচার করছে তামাক কোম্পানীগুলো, যা স্থানীয় সরকারের তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা অনুযায়ী আইনত দন্ডনীয়। সভার আলোচনায় উল্লেক করা হয়, করোনা মহামারীতে তামাক কোম্পানির এরকম প্রচার-প্রচরণা খুবই বিপদজনক। যারা ধূমপান করে করোনাযা তারা ১৪ শতাংশ বেশি মৃত ঝুঁকিতে থাকে। এজন্য ভ্রামমাণ আদালতের মাধ্যমে এই সকল বিজ্ঞাপন ও প্রচারকারীদের জরিমানা ও শাস্তি নিশ্চিত করা হোক। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণে বিক্রয় লাইসেন্স বাস্তবায়ন করা হোক।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও প্রধান প্রকৌশলী নাজমুল করিম, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী, বাংলাদেশ তামাক বিরোধী জোটের প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ অনন্যা রহমান, মৌমাছির নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক। তামাক বিরোধী এ মতবিনিময় সভায় বাংলাদেশ তামাক বিরোধী জোটের জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠনের নির্বাহী পরিচালকবৃন্দ এবং সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা কাজী মোহাম্মদ হাসিবুল হক।