কালিগঞ্জ প্রেসক্লাবে রত্না, মনি ও ডলি হিজড়াসহ কথিত শহিদুল মেম্বরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবে হয়রাণী, ষড়যন্ত্র আর নানান হুমকী ধমকীর প্রতিবাদে হিজড়াদের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে লিখিত বক্তব্য পাঠ করেন ঝরনা হিজড়া। তিনি বলেন রত্না হিজড়ার নেতৃত্বে ডলি হিজড়া ও মনি হিজড়া সম্পুর্ণ পূর্ব পরিকল্পিত ভাবে পারুলিয়ার শহিদুল মেম্বরের কু-পরামর্শে আমাদের দীর্ঘদিন যাবৎ হয়রানী ও ক্ষতিসাধন করে আসছে। এদের হাত থেকে রেহাই পাইতে হিজড়াদের নেত্রী খুশি, ঝরণা ও কবিতার নেতৃত্বে ২৫ জন হিজড়া একাট্টা হয়ে চলতে চাই। সংবাদ সম্মেলনে তারা অঙ্গিকারাবদ্ধ হয়-অদ্য হতে রত্নার অধীনে তারা কেহ চলবে না এবং মাসিক কোন মাসোয়ারা আর দিবেনা।
কালিগঞ্জ, শ্যামনগর ও দেবহাটার ২৫ জন হিজড়া জীবন জীবিকায় খুশি, ঝরনা ও কবিতার নেতৃত্বেই চলবে। তাছাড়া পারুলিয়ার কথিত শহিদুল মেম্বরের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ, মাদকসেবন ও হিজড়াদের উপর অত্যাচারের নানান অভিযোগ তুলে বলেন আজ সাংবাদিক সম্মেলনে আসতে দিবেনা বলে তিনজন হিজড়াকে গৃহবন্দী করে রেখেছে শহিদুল মেম্বরসহ তার দোসররা। বর্তমান করোনাকালীন তারা মানবেতর জীবন যাপন করছে, তারপরে ঘরে বসে প্রতিদিন রত্না হিজড়াকে দিতে হয় থানা প্রতি ২ হাজার টাকার চাঁদা যা নিত্যান্তই অমানবিক।
সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার, ইউএনও, ওসি ও জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করে বলেন তারা নিজ নিজ এলাকায় সহাবস্থানে থেকে জীবন জীবিকা নির্বাহ করতে চায়। দলছুট ডলি, মনি ও বিতর্কিত রত্না যেনো ষড়যন্ত্র করে ক্ষতিসাধন না করতে পারে। রত্নার হুকুমে ২১ এপ্রিল-২০২১ তারিখে পরিকল্পিতভাবে ডলি ও মনি অতর্কিত হামলা চালায় খুশির উপর। এসময় ঝরনাসহ কয়েকজন আহত হয়। তারা হীন হামলার নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হিজড়াদের মধ্যে কারিনা, ঝুমুর, মুক্তা,শান্তা, উর্মী, বাসন্তী, আশা, সোনালী, তানিয়া, মনিরা, সোমা, মারিয়া, রূপা, দোলা, মনি, পলি, সুমি,ঝরা, হিরা, রাণী, পিঙ্কী, মিম ও ঋতু প্রমুখ। এরপরে বহুল বিতর্কিত রত্না, ডলি ও মনি কোন ষড়যন্ত করলে তারা বৃহত্তর আন্দোলন করবে বলে জানিয়ে দেন।
Please follow and like us: