পঞ্চম দিন সকালেই তাসকিনের জোড়া আঘাত
স্পোর্টস ডেস্ক:
শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি বাংলাদেশ। এরই মধ্যে শেষ দিনের লড়াইয়ে মাঠে নেমেছে দুই দল। চতুর্থ দিনে কোনো সাফল্য না পেলেও পঞ্চম দিন সকালেই জোড়া আঘাত হেনেছে টাইগাররা। দুটি উইকেটই শিকার করেছেন তাসকিন আহমেদ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৫ উইকেটে ৫৫৩ রান। নিরোশান ডিকওয়েলা ৬ ও পাথুম নিশাংকা ১২ রানে অপরাজিত আছেন।
তিন উইকেটে ৫১২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে শ্রীলংকা। স্বাগতিকদের হয়ে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে ও ধনঞ্জয় ডি সিলভা।
দিনের পঞ্চম ওভারে প্রথম সাফল্য পান তাসকিন আহমেদ। ধনঞ্জয়কে ইনসাইড এজের মাধ্যমে বোল্ড করেন তিনি। সাজঘরে ফেরার আগে এই অলরাউন্ডার ১৬৬ রান করেন।
নিজের পরের ওভারে বিপদজনক করুনারত্নকে ফেরান তাসকিন। আগের বলটি স্লোয়ার দিলেও পরেরটি একই লাইন ও লেন্থে জোরে করেন তিনি। গতির পার্থক্যে ক্যাচ তুলে দেন লংকান অধিনায়ক। তিনি ফেরেন ২৪৪ রানে।