কয়লা ব্যবসায়ীর নিকট চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় বন বিভাগের পান্না কর্তৃক সাংবাদিক লাঞ্চিত
উপকুলীয় প্রতিনিধিঃ
কয়লা ব্যবসায়ীর নিকট চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় বন বিভাগের পান্না কর্তৃক সাংবাদিক লাঞ্চিত ঘটনা ঘটেছে।
যানাযায় কয়লা ব্যাবসায়ী রবিউল ইসলাম বলেন, সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের বন আসাধু কর্মচারী বোডম্যান পান্না কতৃক ২৪ শে এপ্রিল শনিবার সকালে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন ঘাট থেকে। মামলা দিবে অবৈধ কয়লা নিয়ে যাচ্ছো এমনটি হুমকি দিয়ে আমার।
রবিউলের নৌকায় থাকা নাজমুল জানান, পান্না স্যারের পা ধরলাম যে স্যার এবারের মত আমাদের মাফ করে দেন কিন্তু তিনি কাঠের চেলা দিয়ে মারপিট করল,
বিষয়টি স্থানীয় কয়েক জনের মাধ্যমে আমরা সাংবাদিক আব্দুল হালিমকে জানাই।তিনি আমাদের কে নিয়ে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ কে জানানোর পর আমাদের কয়লা ও টাকা ফিরিয়ে দেয়।
স্টেশন কর্মকর্তার নিকট হতে আসার পর পান্না কতৃক সাংবাদিকদের সাথে বিভিন্ন ভাবে বাকবিতান্ড শুরু করে এবং বিভিন্ন ভাবে অকর্থ্য ভাষায় গালিগালাজ করে, বলে তোদের জীবনের মত সাংবাদিকতার সাধ মিটায়ে দিবো, এভাবে বিভিন্ন রকমের কথা বলে।
এ বিষয় পান্না বলেন, এধারনের কোন ঘটনা ঘটেনি।বুড়িগোয়ালিনী ষ্টেশন কমকতা সুলতান আহমদ বলেন, বিষয়টি আমি যানিনা তবে এধারনে আচারণ করলে ব্যাবস্থা নেওয়া হবে।
বিষয়টি বন বিভাগের উর্ধতন কর্মকর্তার বিশেষ দৃষ্টিাকর্ষন করছি।