স্বস্তি নিয়ে চা বিরতিতে বাংলাদেশ
শান্ত ও মুমিনুলের সেঞ্চুরি গড়ে দিয়েছে ভিত্তি। সেটিকে অবলম্বন করে দলকে সামনে এগিয়ে নিচ্ছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে স্বস্তি নিয়ে চা বিরতিতে গেছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৪৪০ রান। মুশফিকুর রহিম ২২ ও লিটন দাস ১২ রানে ব্যাট করছেন।
৩৭৮ রানে ২ উইকেট নিয়ে লাঞ্চের পর খেলতে নামে বাংলাদেশ। এ যাত্রায় শুরুতেই ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পাওয়া শান্ত আউট হন। ডাবল সেঞ্চুরির দিকে এগোতে থাকা এই ব্যাটার লাহিরু কুমারার করা ডেলিভারিটি একটু দ্রুতই খেলে ফেলেন। ফলে তাকেই ফিরতি ক্যাচ দেন।
সাজঘরে ফেরার আগে ১৬৩ রান করেন শান্ত। ৩৭৮ বল মোকাবেলা করেন তিনি, যেখানে ১৭টি চারের পাশাপাশি হাঁকিয়েছেন একটি ছক্কাও। শান্ত বিদায় নেয়ার কিছু পরে ১২৭ রানে আউট হন মুমিনুল হক। টাইগার অধিনায়ক ক্যারিয়ারে সবচেয়ে বেশি ডেলিভারি মোকাবেলা করা ইনিংসটি ১১টি চারের সাহায্যে সাজান।
Please follow and like us: