করোনা ভাইরাস’র সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলেন এমপি রবি
মাহফিজুল ইসলাম আককাজ:
মহামারী করোনা ভাইরাস’র সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বুধবার (২১এপ্রিল) দুপুরে শহরের মুনজিতপুরস্থ সদর এমপি’র কার্যালয়ে ব্যক্তিগত উদ্যোগে তার নির্বাচনী এলাকার মানুষের মাঝে করোনা ভাইরাস’র সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড সানিটাইজার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় এমপি রবি বলেন, ‘সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ড ও ১৪টি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও জনপ্রতিনিধিদের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মন্দিরসহ সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাস’র সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড সানিটাইজার বিতরণ করা হবে।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে অবশ্যই সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে এবং সেই সাথে সাবান-পানি দিয়ে বারবার হাত ধোয়া বা প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সকলকে মাস্ক ব্যবহার করার আহবান জানিয়ে বলেন, আমরা সকলে যদি আরো বেশি সতর্ক ও সজাগ হই তাহলে করোনার সংক্রমণ থেকে রেহায় পাবো।’ এসময় দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।