করোনা ভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিলেন এমপি রবি
মাহফিজুল ইসলাম আককাজ:
করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বুধবার (২১এপ্রিল) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিশিল্ড নামে এই করোনাভাইরাস প্রতিরোধী টিকা গ্রহণ করেন। এসময় এমপি রবি বলেন, “আমি নিজে করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিলাম। এই টিকা “সম্পূর্ণ নিরাপদ”। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন খুবই জরুরী। কিন্তু যারা টিকা নিয়েছে তাদের কোন রুপ সমস্যা বা পাশ^প্রতিক্রিয়া দেখা দেয়নি। আজ আমি করোনা ভাইরাস প্রতিরোধী এই টিকার দ্বিতীয় ডোজ নিলাম এবং সকলকে আহবান জানাচ্ছি করোনার টিকা নেওয়ার জন্য।’
এই টিকাটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কার করা এবং ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি করা। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ কুদরত-ই খুদা, জেলা যুবলীগের সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদুসহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ভাইরাস টিকা কেন্দ্রের ডাক্তাররা উপস্থিত ছিলেন।