বাঘের আক্রমনে মারাত্মক আহত রবিউলের উন্নত চিকিৎসার জন্য সাহায্য আবেদন
গত ১৩ এপ্রিল পশ্চিম সুন্দরবনে মধু সংগ্রহকারী দলের সদস্য দরিদ্র পরিবারের ছেলে রবিউল ইসলাম (২৩) বাঘের কবলে পড়ে। বাঘ তার ঘাড় কামড়ে ধরে, গলা, হাত পিঠ সহ শরীরের বিভিন্নস্থানে থাবা মেরে গভীর ক্ষতের সৃষ্টি করে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে আনা হয়েছে।
চিকিৎসকরা বলেছেন জরুরী উন্নত চিকিৎসা ছাড়া ভাল হওয়ার সম্ভবনা কম। শরীরে গভীর ক্ষত চিকিৎসা ব্যয়বহুল, অন্যদিকে বাড়িতে ঔষধ ক্রয় করার মত টাকাও নেই।
রবিউল গাবুরার ৯ নং সোরা গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে। বংশ পরমপরায় পিতা, চাচা, ভাই সবাই মৌয়াল। রবিউল এ বছর ১ম সুন্দরবনে যায়। রবিউলের সংসারে স্ত্রী ও দুই পুত্রসন্তান রয়েছে।
অতি দরিদ্র পরিবারের সদস্য রবিউলের উন্নত চিকিৎসার জন্য এই মুহুর্তে অনেক টাকার দরকার।
তাকে সাহায্য পাঠানোর ঠিকানা: রবিউল শেখের পিতা হালিম শেখ, নগদ, মোবাইল নং ০১৯৯২৭২৭২২৩।