শ্যামনগর ঘোলায় খেয়াঘাট নির্মাণে ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের যোগসাজসে পুকুর চুরি
আশিকুজ্জামান লিমন,শ্যামনগর থেকে-
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা খেয়াঘাট নির্মানে ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ।
আশাশুনি হিজলিয়া, প্রতাপ নগর, কাশিমাড়ী খোলপাটুয়া নদীর ঘোলার তিন মোহনায় প্রায় ১০ লক্ষ টাকা ব্যায়ে তৈরি হচ্ছে ঘোলা খেয়াঘাট।কিন্তু কাজের শুরুতেই শুরু হয়েছে অনিয়ম,এমন অভিযোগ করেন এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, কাজের শুরতেই থাকার কথা ছিলো ১ ফিট বালি ফিলিং, ইটের সলিং, সিসি ঢালাই তারপর বেজ ঢালাই কিন্তু ঠিকাদার বালি ফিলিং ও ইটের সলিং না দিয়ে সিসি ও বেজ ঢালাই দিয়ে দায় সারা কাজ করছে। বালি ফিলিং ও ইটের সলিং না দেয়ার কারণ অল্পদিনে নদী গর্ভে বিলিন হয়ে যাবে খেয়াঘাট টি এমন ধরনের মন্তব্যও করেন ৷
এমন অনিয়মের বিষয়ে ঠিকাদার নাজমুল রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, নদীতে বালি থাকায় আমরা বালি ফিলিং করিনি, আর ইটের সলিং এর পরিবর্তে সিসি ও বেজ বেশি করে দিয়েছি।
শ্যামনগর উপজেলা ইঞ্জিনিয়ার শামীম আহম্মেদ বলেন, আমি আর দায়িত্বে নেই। এর পর জিজ্ঞাস করা হয়, আপনি দায়িত্বে নেই, তাহলে কাজ চলছে কি করে? যদি ইঞ্জিনিয়ার না থাকে তাহলে কাজ হচ্ছে কি করে? তখন তিনি রং নাম্বার বলে ফোন কেটে দেন৷