সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে সোনার বার ও মোটরসাইকেলসহ চোরাকারবারি আটক
আসাদুজ্জামান:
ভারতে পাচারের সময় সাতক্ষীরার শিকড়ী সীমান্ত থেকে ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারী আটক করেছে বিজিবি। রবিবার রাতে সদর উপজেলার শিকড়ী সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক চোরাকারবারীর নাম নুরুল ইসলাম (৫৫)। তিনি সদর উপজেলার বৈকারী ছয়ঘরিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি কালিয়ানী বিওপি’র টহল কমান্ডার নায়েক শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহলদল রাতে শিকড়ী সরদারবাড়ী পাকা রাস্তার মোড় নামক স্থান থেকে সাড়ে ৩’শ গ্রাম ওজনের দুই পিস স্বর্ণের বার ও একটি হিরো হোন্ডা মোটরসাইকেলসহ চোরকারবারী নুরুল ইসলামকে আটক করে। জব্দকৃত স্বর্ণের বারের মূল্য আনুমানিক ২৪ লাখ ৫০ হাজার টাকা।
বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।