শ্যামনগরের নূরনগর থেকে পরানপুর রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ
আশিকুজ্জামান লিমনঃ
শ্যামনগরের নূরনগর থেকে পরানপুর রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ৷
ঘটনাস্থালে গিয়ে দেখা গেছে, রাস্তায় মোটা পাথর দিয়ে পিচ ঢালাই করা হয়েছে যা বৃষ্টির হলে পানি জমে পাথরের “খ” উঠে চলে যাবে।
কৈখালী ইউপির সাবেক সদস্য আব্দুল বলেন,
রাস্তা সংস্কারের পিচ ঢালাইয়ে পিচের উপর দিয়ে পিচ দিয়ে ঢালাই দিয়েছে । আমরা বিষয়টি নিয়ে অনেকবার কর্তৃপক্ষকে অবগত করেও কোন লাভ হয়নি ৷
সরকারি নির্দেশনা অনুযায়ী ৪০ মিলি পরিমান পিচ ঢালাইয়ের কথা থাকলেও দেখেগেছে ১০ থেকে ১৫ মিলি পিচ ঢালাই হয়েছে । পিচ মিশ্রনে করেছে গড়িমশি।
যত্রতত্র পিচ ঢালাই দেওয়ার পর ঠিক ভাবে রুলার না দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বালু দিয়ে।
কৈখালী ইউপি চেয়াম্যান শেখ আব্দুর রহিম বলেন, রাস্তার কাজ ভাল হয়নি ৷ আমি চৌকিদার দিয়ে কাজ বন্ধ করার কথা বললেও তারা কাজ বন্ধ করেনি ৷ তবে শ্যামনগর উপজেলা প্রকৌশলীর সাথে কথা বললে, তিনি এড়িয়ে গেলে অন্যের ঘাড়ে চাপিয়ে দেন এবং বলেন উপজেলা সহকারী প্রকৌশলীর সাথে কথা বলেন ৷ শ্যামনগর উপজেলা সহকারী প্রকৌশলী কেএম শহিদুল ইসলাম বলেন, আমি ১৭ এপ্রিল ২০২১ তারিখে অফিসে যোগদান করেছি ৷ আমি নতুন এসে পরানপুর রাস্তার অনিয়মের কথা শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম ৷ দেখলাম ২শ ফুট রাস্তার সমস্যা হয়েছে ৷ আমি ঠিকাদারকে নোটিশ করেছি ৷ ঠিকাদার রাস্তা পুনরায় সংস্কার না করা পর্যন্ত বিল পাবে না৷