তালায় ব্লাস্ট রোগে পুড়লো কৃষকের স্বপ্ন
তালা উপজেলায় এবার লক্ষ্যমাত্রা চেয়ে বেশি জমিতে বোরো চাষাবাদ হয়েছে। কিন্তু তালায় ব্লাস্ট এবার কেড়ে নিল কৃষকের স্বপ্নের সোনার ফসল। বড় আশা করে কৃষক ধান রোপন করেছিল। উপজেলার সর্বত্রই বিলে সোনালী ধানের ফসল বাতাসে দুলছে।
ধান পাকার পূর্বমুহূর্তে উপজেলার বিলগুলোতে ব্লাস্টের আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। অধিকাংশ বিলের ব্রি-২৮ জাতের ধানে ব্লাস্টের আক্রমন দেখা গেছে। জমির সোনালী ধান শুকিয়ে গেছে। কৃষকরা অনেক আশা নিয়ে ধান চাষ করেছিল। ধান পাকার মুহূর্তে কৃষকের মাথায় এ যেন বজ্রাঘাত।
সরেজমিনে দেখা গেছে, তালা উপজেলার তৈলকুপি, চোমরখালি, হোগলাডাংগা, জুসখোলা, আমতলা, ডাঙ্গা রাজেন্দ্রপুর বিলে দেখা গেছে কৃষকের অধিকাংশ জমির ব্রি-২৮ জাতের ধানে ব্ল¬াস্টের আক্রমনে জমির ধান সাদা হয়ে গেছে। তৈলকুপির বিলে আমিরুল ইসলাম, রবিউল গাজী, রোস্তম গাজী, শফিকুল ইসলাম, সন্তোষ ঘোষ, সিরাজুল গাজী তাদের জমির ধান ভাইরাসের আক্রমনে তাদের সব ধান সাদা হয়ে গেছে।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান আমরা কৃষকদের আগেভাগে পরামর্শ দিয়েছিলাম। যারা পরামর্শ অনুযায়ী কাজ করেছেন, তাদের ধানে ব্ল¬াস্টের আক্রমণ দেখা যায়নি। তবে উপজেলায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো চাষাবাদ হয়েছে।