সাবেক আইনমন্ত্রী, সিনিয়র এডভোকেট আব্দুল মতিন খসরু’র মৃত্যুতে এমপি রবি’র গভীর শোক
মাহফিজুল ইসলাম আককাজ:
বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি, সাবেক আইনমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সিনিয়র এডভোকেট আব্দুল মতিন খসরু এমপি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আব্দুল মতিন খসরু রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪ এপ্রিল) শেষ নিঃশ^াস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আব্দুল মতিন খসরু’র মৃত্যুতে এমপি রবি বলেন, ‘আব্দুল মতিন খসরু’র মৃত্যুতে আমি দারুনভাবে শোকাহত ও মর্মাহত। তিনি বর্তমান সংসদে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারাল। বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শ্যরে একজন পরীক্ষিত সৈনিক ও একজন দক্ষ নেতাকে হারাল। আর দেশ একজন বর্ষিয়ান রাজনীতিবিদকে হারাল। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। দেশের রাজনৈতিক অঙ্গণে তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়। তিনি আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন।’ এদিকে বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি, সাবেক আইনমন্ত্রী, সিনিয়র এডভোকেট আব্দুল মতিন খসরু এমপি’র মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গণসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি।