তালায় বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট:যুবক গ্রেফতার
জহর হাসান সাগর
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে মানহানিকর পোস্ট করায় মমিন মোড়ল(৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ। যুবকটি হলেন উপজেলার শিরুশুনী গ্রামের আজিজ মোড়লের ছেলে।
তেতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার তেতুলিয়া গ্রামের আজিজ মোড়লের ছেলে মমিন মোড়ল গত ৮ই মার্চ দুুপুর আনুমানিক ১ টার দিকে তার ব্যবহৃত ফেসেবুকে বঙ্গবন্ধু কে নিয়ে মানহানিকর পোস্ট করে। উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদির নির্দেশে আমি বাদী হয়ে তালা থানা একটি মামলা দায়ের করি। পরে পুলিশ মমিনকে গ্রেফতার করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাওছার জানান, বঙ্গবন্ধু কে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট প্রদান করায় মমিন মোড়ল কে ২০১৮ এর ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১ ধারা মোতাবেক গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা নং ২ তারিখ ০৯.০৪.২১।
Please follow and like us: