আশাশুনিতে করোনা প্রতিরোধে মোবাইল কোর্টে ৫৭০০ টাকা জরিমানা
জি এম মুজিবুর রহমানঃ
দেশব্যাপী লকডাউনের ৮ম দিনে আশাশুনিতে সাধারণ মানুষের মধ্যে বালখিল্যতার প্রতিচ্ছবি পরিলক্ষিত হলেও প্রশাসনের কঠোর পদক্ষেপ ও মোবাইল কোর্টের মাধ্যমে পরবর্তী দিনগুলির অবস্থা সম্পর্কে মানুষকে জানান দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮এপ্রিল) সকাল থেকে প্রশাসনের
পক্ষ থেকে মাঠে নেমে লকডাউন বাস্তবায়নে কাজ করা হয়। উপজেলার বিভিন্ন বাজার ও সড়কে সকাল থেকে ১৮ দফা বিধিনিষেধ কার্যকর করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। আশাশুনি-সাতক্ষীরা ও দরগাহপুর-সাতক্ষীরা সড়কে কোন বাস চলাচল না করলেও মানুষের অসুবিধা দূর করতে ইজিবাইক,
ব্যাটারি চালিত ভ্যান, ইঞ্জিন ভ্যান, মোটর সাইকেলে যাত্রী এবং অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত মানুষের যাতয়াত করতে হয়।
সহকারী কমিশনার (ভ‚মি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলাতান উপজেলার বিভিন্ন সড়ক ও হাট-বাজারে লকডাউন সফল করতে অভিযান পরিচালনা ও মোবাইল কোর্টের মাধ্যমে আইন অমান্যকারীদের জরিমানা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে তেতুলিয়া গ্রামের মৃত
রজব আলি মোড়লের ছেলে রুস্তমকে ২০০ টাকা, কয়রা উপজেলার জুলফিকর, সুমন ও আঃ গফুরকে ৫০০ টাকা এবং রামনগর গ্রামের আনন্দ মন্ডলের ছেলে পরিতোষ মন্ডলকে ৫০০০ টাকা সর্বমোট ৫৭০০ টাকা জরিমানা আদায় করা
হয়েছে। একই সাথে সরকারি বিধি নিষেধ মেনে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন করা হয়।