প্রতিবন্ধী আসাদুলের চিকিৎসার দ্বায়িত্ব নিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা সদর উপজেলার গাভার বঙ্গবন্ধু সোনার বাংলা পল্লির এক অসহায় প্রতিবন্ধী যুবকের উন্নত চিকিৎসার দ্বায়িত্ব নিয়েছে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
অসহায় প্রতিবন্ধী যুবক হলেন সাতক্ষীরা সদরের গাভার বঙ্গবন্ধু সোনার বাংলা পল্লীর ১৩ নং ঘরে বসবাসকারী আসাদুল তার পিতার নাম আব্দুর গফুর।
বুধবার সকালে প্রতিবন্ধী আসাদুল শারীরিক ভাবে অসুস্থ হলে জেলা প্রশাসকের নির্দেশে সাতক্ষীরা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়।
এসময় সদর হাসপাতালে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, জেলা আওয়ামিলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা সুব্রত ঘোষ। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক।
এবিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন, গত ১৭ মার্চ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গাভার বঙ্গবন্ধু সোনার বাংলা পল্লীতে জেলা প্রশাসনের উদ্যোগে হতদরিদ্র মানুষের চিকিৎসা দেওয়ার জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প বসানো হয়। সে সময় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এর দৃষ্টিতে আসে শারীরিক প্রতিবন্ধী আসাদুল। তখুনি আসাদুল এর উন্নত চিকিৎসার দায়িত্ব নেন জেলা প্রশাসক। আজ জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল স্যার এর নির্দেশনায় ও সার্বিক ব্যবস্থাপনায় আসাদুলের চিকিৎসা করা হচ্ছে বলেও জানান তিনি।
দৈনিক সাতক্ষীরা/পিএম
Please follow and like us: