শ্যামনগরের বুড়িগোয়ালীনি ইউনিয়ন বেড়িবাঁধ ভাঙ্গনে অবশেষে রিং বাঁধের কাজ সম্পন্ন
Post Views:
১,৩৮৭
আশিকুজ্জামান লিমনঃ
শ্যামনগরের বুড়িগোয়ালীনি ইউনিয়ন বেড়িবাঁধ ভাঙ্গনে অবশেষে রিং বাঁধের কাজ সম্পন্ন হয়েছে ৷ ৩ এপ্রিল ২০২১ তারিখে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, ও জন সাধারণের সমন্বয়ে ভাঙ্গনের রিং বাঁধের কাজ সম্পন্ন করা হয়েছে ৷ ২ দিন ধরে জোয়ার ভাটার পর ৩ দিনের পর এই রিং বাঁধের কাজ সম্পন্ন করা হয়েছে ৷
গত ২ এপ্রিল ২০২১ তারিখ সকাল থেকে স্থানীয় প্রশাসন, সাধারণ মানুষ এবং পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের সমন্বয়ে বুড়িগোয়ালীনি ইউনিয়নের পশ্চিম দূর্গাবাটি গ্রামের খোলপেটুয়া নদী বেড়িবাঁধের রিং বাঁধের কাজ সকাল থেকে শতাধিক শ্রমিক একযোগে কাজ করেও শেষ করতে পারিনি ৷ জোয়ারে নতুন করে প্লাবিত হয়েছিলো ৷ তবে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে ইটের সোলিং এর রাস্তা ছাপিয়ে লোনা পানি প্রবেশ করায় ইটের সোলিং এর রাস্তা সব নষ্ট হয়ে গেছে
উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন বলেন, আমরা অনেক আনন্দিত যে রিং বাঁধ তৈরি সম্পন্ন হয়েছে ৷
কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হিসাবে ৫ হাজার বিঘা মৎস্য (চিংড়ী) ঘেরী ও ২ হাজার পরিবার পানি বন্দী হয়ে কাঁচা ঘর ধসে পড়েছে ৷ গবাদিপশুদের খড়/কুটার অভাবে অনাহারে রয়েছে ৷ সুপীয় ও ব্যবহারের পানির সংকট দেখা দিয়েছে এমন ধরনের কথা জানিয়েছেন ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল ৷
স্থানীয়দের অভিযোগ ভাঙ্গন কবলিত এলাকাটি ওভার পাইপে পানি উত্তলনের ফলে ভাঙ্গন সৃষ্টি হয়েছে ৷