সাতক্ষীরা কাঁকড়ার পাশ দেওয়ার পরপরই অবৈধভাবে মধু আহরণের ধুম পড়েছেঃ কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা
এস এম সাহেব আলীঃ
সাতক্ষীরা রেঞ্জে পশ্চিম বন বিভাগ এর আওতাধীন এলাকায় আবার ও শুরু হয়েছে অবৈধ মধু আহরন।
গত কিছু দিন কাঁকড়া পাশ বন্ধ থাকায় কিছু আশাবাদী ছিল মোয়ালরা পক্ষান্তরে কাঁকড়ার পাশ ছেড়ে দেওয়ায় অবৈধভাবে মধু আহরন করে প্রকৃত মোয়ালদের বিপাকে ফেলছে।
মোয়ালরা জানান, এভাবে যদি কাঁকড়ার পাশ নিয়ে মধু কাটতে থাকে তাহলে আমরা যারা মোয়াল নৌকা সাজিয়েছি তাদের চালন তোলা বড়ই কষ্ট সাধ্য হয়ে যাবে এ কারণে বন বিভাগের নিকট জোর দাবী এই সমস্যা হতে সমাধান পেতে।
এক দিকে মোয়ালরা হত্যাশয় দিন কাটছে অপর দিকে মধু আহরন করছে বনবিভাগের চোখে ধুলো দিয়ে কিছু হিংস্র জনগন।
এমতাবস্থায় বন বিভাগের নিকট জোর দাবী টহল নিশ্চিত করতে আর মোয়াল মৌসুমে কাঁকড়া পাশ না দেয়াার জন্য। গাবুরা,বুড়িগোয়ালিনী, দাঁতিনা খালী, কলবাড়ী , মুন্সিগঞ্জ, কদমতলা, কৈখালী সহ সুন্দরবন সংলগ্ন আসে পাশের এলাকার কতৃপায় হিংস্র জনসাধারনের হাত থেকে প্রকৃত মধু আহরন কারীরা যাহাতে নিবিচ্ছিন্ন ভাবে মধু কাটতে পারে এজন্য বন বিভাগের উদ্ধর্তন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে মোয়াল রা।