সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’র মটর ড্রাইভিং কোর্সের গাড়ির চাবি হস্তান্তর ও বিদেশগামী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ
মাহফিজুল ইসলাম আককাজ:
বাংলাদেশের এক অন্যন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ দেশ ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র মটর ড্রাইভিং কোর্সের গাড়ির চাবি হস্তান্তর ও বিদেশগামী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মার্চ) দুপুরে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে উন্নয়ন মেলায় টিটিসি’র স্টলে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে.এম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সনদ পত্র বিতরণ ও মটর ড্রাইভিং কোর্সের গাড়ির চাবি হস্তান্তর করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র সিনিয়র ইন্সট্রাক্টর মো. আনারুল ইসলাম ও আরিফুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত জেলা প্রশাসনের কর্মকর্তা ও সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।