বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে দুর্যোগ প্রস্ততি ও প্রশোমন বিষয়ক প্রশিক্ষণ
এস,এস সাহেব আলী:
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় দুর্যোগ প্রস্তুতি ও প্রশোমন বিষয়ক প্রশিক্ষণ আজ ২৯ শে মার্চ সকাল ১০ টায় সিসিডিবি জলবায়ু পরিবর্তন প্রকল্প, শ্যামনগর সাতক্ষীরা এর আয়োজনে ব্রেড ফর ওয়ার্ড, জার্মানীর অর্থায়নে ইউনিয়নের ৮,নং ওয়ার্ডের ২৬ জন সদস্যের মাঝে এ প্রশিক্ষন দেওয়া হয়।
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসাবে ছিলেন উপ সহকারী প্রকৌশলী পার্থ প্রতিম চক্রবর্তী ও সিসিডিবির উপজেলা সম্বনয় কারী দানেশ আলী মন্ডল। প্রশিক্ষণ কর্মশালায় দুর্যোগ সময়ে মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে প্রশিক্ষনার্থীদের মাঝে প্রশিক্ষন দেওয়া হয়।
এসময়ে প্রধান অতিথির বক্তব্য এ চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল বলেন, দুর্যোগ বিষয়ে এই প্রশিক্ষনটি আমাদের এই উপকুলীয় এলাকার মানুষের জন্য অত্যান্ত সময় উপযোগী একটি প্রশিক্ষন, এটি যথাযথ ভাবে বাস্তব জীবনে কাজে লাগিয়ে দুর্যোগ সময়ে সহয়তা করার জন্য বিশেষ আহবান উক্ত প্রশিক্ষণটি মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়।