কুল্যায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
জি এম মুজিবুর রহমানঃ
আশাশুনি উপজেলার কুল্যায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ মার্চ) দুপুরে ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মতবিনিময় করেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁন। সভায় ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল চৌধুরী, ইউপি সদস্য আলহাজ্ব আঃ
মাজেদ, ইব্রাহিম হোসেন, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম পান্না, উত্তম কুমার দাশ, আলমগীর হোসেন আঙ্গুর, আঃ রশিদ, পারভিন সুলতানা, বিউটি কুইন ও আনোয়ারা খাতুন।
সভায় ইউপি সদস্য আঃ মাজেদ. ইব্রাহিম হোসেন, পারভিনসহ কয়েকজন মেম্বার চেয়ারম্যানের নানা
অনিয়ম, দুর্নীতি, নিয়ম বহির্ভূত কাজের অভিযোগ
তুলে ধরেন। বিশেষ করে ইউএনও ও মহিলা বিষয়ক কর্মকর্তার স্বাক্ষর সম্বলিত ৩৩০ জনের ভিজিডি কার্ডের তালিকা অনুমোদনের পর মেম্বারবৃন্দ অনুমোদনকারী কর্মকর্তাদের
কাছে গেলে তানারা চুড়ান্ত অনুমোদিত তালিকা চাউল বিতরণের নিদের্শনা প্রদান করেন। কিন্তু চেয়ারম্যান নিজের ইচ্ছেমত প্রায় ১০০ জনের নাম পরিবর্তন করে তাদেরকে চাউল দেননি। কেবল কুল্যা ওয়ার্ডে ৪২ জনের নাম অনুমোদিত তালিকায় থাকলেও নতুন নাম সংযোজন করে ৫১ জনকে চাউল দেওয়া হয়েছে। গ্রাম পুলিশ রেফাজুল ও
চেয়ারম্যানের নিজস্ব আজহারুলের মাধ্যমে টাকা আদায় করে কার্ড বিক্রয় করা হয়েছে। মেম্বারদে প্রতিরোধের মুখে কারো কারো টাকা ফেরৎ প্রদান, কারো তালিকায় নাম না থাকলেও টাকা হজম করতে নতুন করে তালিকাভুক্ত করে চাউল প্রদান করা হয়েছে।
এছাড়া চেয়ারম্যানের অসংখ্য দুর্নীতি ও অনিয়মের অভিযোগর কথা উত্থাপন করে তারা প্রতিকার প্রার্থনা করেন। প্রধান অতিথি ইউএনও নাজমুল হুসেইন খান বলেন, চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ একে
অন্যের পরিপুরক, সমন্বয় সাধনের মাধ্যমে পরিষদ পরিচালনা করতে হবে। তিনি সকলকে নিয়মের মধ্যে থেকে সমন্বয় সাধনের মাধ্যমে পরিষদ পরিচালনা করতে নির্দেশনা প্রদান করেন।