সাতক্ষীরায় প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক উন্নয়নে ডিআরআরএ নতুন প্রকল্প
প্রেস বিজ্ঞপ্তিঃ
সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় সমাজের পিঁছিয়েপড়া জনগোষ্টী প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য “ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর এ্যান ইমপ্রæভড কোয়ালিটি অব লাইফ ফর পিপল উইথ ডিজএ্যবিলিটিস” নামক একটি প্রকল্প কার্যক্রম শুরু করেছে ডিআরআরএ।
গত ১৬ মার্চ মঙ্গলবার ডিআরআরএ নতুন প্রকল্পের সূচনা কর্মশালা জেলা সার্কিট হাউজের হলরুমে সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী ও শ্যামনগর উপজেলা সমাজসেবা অফিসার মো: শাহিদুর রহমান।
এছাড়া প্রকল্প কর্মএলাকা ঈশ্বরীপুর,শ্যামনগর ও পদ্মপুকুর ইউনিয়নের ডিপিও নেত্রীবৃন্দ,ইউপি চেয়ারম্যান,শ্যামনগর উপজেলা ও জেলা পর্যায়ের
অতিথি অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি পিঁছিয়েপড়া জনগোষ্টী বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে এমন একটি প্রকল্প শ্যামনগরের প্রত্যন্ত এলাকায় নিয়ে আসার জন্য ডিআরআরএ সংস্থাকে ধন্যবাদ জানান এবং বলেন টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রকল্পটি সহায়ক ভ‚মিকা পালন করবে। তিনি প্রকল্পের শুরু থেকে সকল কার্যক্রমে সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান ও সকল স্টেক হোল্ডারদের সক্রিয়ভাবে প্রকল্পের সাথে যুক্তথেকে প্রকল্প কার্যক্রম অংশীদারিত্বের মাধ্যমে পরিচালনায় সহায়তা করার জন্য নির্দেশনা প্রদান করেন।
প্রকল্পের জেলা সমন্বয়কারী,মো: মুস্তাক মাহমুদ অনুষ্ঠানের সনচালক হিসেবে দায়িত্ব পালন করেন । সংস্থার প্রধান কার্যালয়ের প্রতিনিধি রুবিনা নাজ প্রকল্প কার্যক্রম ও প্রতিষ্ঠান সম্পর্কে পাওয়ার পয়েন্টে উপস্থাপনা করেন এবং ডিআরআরএ
বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জেলা ব্যাবস্থাপক মো: আবুল হোসেন । কর্মশালায় সভাপতিত্ব করেন মো: আনজির হোসেন,ডিএম,সাতক্ষীরা ।