আলিপুর ও কলারোয়ায় ইয়াবাসহ দুই জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরায় র্যাবের পৃথক অভিযানে ১৬৭ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ২১ মার্চ সন্ধ্যায় সাতক্ষীরা সদরের আলিপুর ও কলারোয়ায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের নাম মোঃ আবু হাসান ও মোঃ ফারুক হোসেন।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র এএসপি মোঃ বজলুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬ টা ১০ মিনিটের সময় কলারোয়া থানার সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালানো হয়।
এ সময় মোঃ আবু হাসানকে ৬৭ পিস ইয়াবাসহ আটক করা হয়। মোঃ আবু হাসান কলারোয়ার রামভদ্রপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তার বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা হয়েছে। মামলা নং-৪১, তারিখ ২১/০৩/২০২১ ইং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) টেবিল ১০(ক) ধারা।
অপরদিকে গত ২১ মার্চ বিকাল সাড়ে ৩ টার সময় সদর থানাধীন আলীপুর মোল্লাপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় আলীপুর মোল্লাপাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ ফারুক হোসেন (৩৫) কে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ পিস ইয়াবা।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা নং-৬৫, তারিখ ২১/০৩/২০২১ ইং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) টেবিল ১০(ক) ধারা।